পুনরায় শুরু হচ্ছে ক্যাম্পাস নিউজে‘র লাইভ অনুষ্ঠান

ক্যাম্পাস নিউজ ভিত্তিক সংবাদ পোর্টাল ‘দ্যা ক্যাম্পাস নিউজ’ এর ফেইসবুক পেইজের লাইভ অনুষ্ঠান আবারো শুরু হচেছ । শিক্ষার্থীদের শিক্ষা, সামাজিক ও অন্যান্য বিষয়কে মাথায় রেখে ক্যাম্পাস নিউজ বিগত দিনগুলোতে এই লাইভ অনুষ্ঠান আয়োজন করে আসছিল।

করোনার সময়ে শিক্ষা, স্কলারশিপ, চাকুরি, দক্ষতা বৃদ্ধি, নারী উদ্যোক্তা, করোনা ও স্বাস্থ্য সচেতনতাসহ ইত্যাদি অনেক বিভিন্ন বিষয়ে লাইভ অনুষ্ঠান পরিচালনা করেছে ‘ক্যাম্পাস নিউজ’। এতে বিভিন্ন সময় যুক্ত ছিলেন দেশের চিকিৎসক, শিক্ষাবিদ, নারী উদ্যোক্তা, মিস বাংলাদেশসহ স্বনামধন্য অনেক ব্যক্তিত্ব।

বিগত দিনগুলোতে ৪৮টি লাইভ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। ৪৯তম লাইভ অনুষ্ঠান শুরু হবে ১৮ই মার্চ শুক্রবার থেকে। এ পর্বে অতিথি হিসেবে থাকবেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, দক্ষ সংগঠন ও সংগীত শিল্পী জি,আর অন্তর। উপস্থাপনায় থাকবেন ক্যাম্পাস নিউজের সমন্নয়ক সাবরিনা করিম সূহী।

লাইভ অনুষ্ঠান নিয়ে ক্যাম্পাস নিউজের ভারপ্রাপ্ত সম্পাদক ডা. শাফকাত হায়দার চৌধুরী বলেন, তরুণ সৃষ্টির কথা বলবে, একই সাথে দেশ ও সমাজের বিভিন্ন সমস্যা নিয়ে করবে সমালোচনা তাহলেই একটি দেশ বড় হবে । আর সেই উপলক্ষে ক্যাম্পাস নিউজ পুনরায় শুরু করতে যাচ্ছে গঠনমূলক আলোচনা ও সমালোচনার অনুষ্ঠান। আমার সত্যি কথা বলবো আর শুনবো অভিজ্ঞতার কথা । এই মূলমন্ত্র কে সামনে রেখে আগামী ১৮ই মার্চ আমাদের ৪৯ তম পর্ব দেখার আমন্ত্রণ রইলো সবাইকে । আপনাদের অংশগ্রহণ আমাদের এগিয়ে নিয়ে যাবে নতুন ভবিষ্যতের দিকে।

ক্যাম্পাস নিউজের পরিচালনা পর্ষদের সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অনিক নূর বলেন,”আশা করছি আমাদের ক্যাম্পাস নিউজের অনন্য এ আয়োজন আবারো দর্শকদের অনুপ্রাণিত করবে। জীবনমুখী বিভিন্ন বিষয় নিয়ে আমাদের এ আয়োজন থেকে দর্শকরা অনেক কিছু শিখতে ও জানতে পারবে”

পরিচালনা পর্ষদের সদস্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী ও নাট্যকার সাদ্দাম হোসেন বলেন, দীর্ঘ বিরতির পর শুরু হচ্ছে আমাদের লাইভ প্রগ্রাম। দীর্ঘ বিরতি বলার কারন, আমরা যেখানে নিয়মিত লাইভ আলাপন প্রগ্রামটি করে আসছিলাম সেখানে বেশ কয়েক মাসের বিরতি ছিল। আমাদের ক্যাম্পাস নিউজের সঙ্গে যুক্ত সকল শুভাকাঙ্ক্ষী এবং বর্তমান প্রেক্ষাপটের দাবিতে আবারও লাইভ প্রগ্রামগুলো এখন থেকে নিয়মিত হবে ইনশাআল্লাহ। তবে এবার যেসব প্রগ্রাম হাতে নিয়েছি সেগুলো বিনোদনের আলোকে শিক্ষামূলক জ্ঞানচর্চার পাশাপাশি সুন্দর সমাজ বিনির্মানে ভূমিকা রাখবে বলে আশা রাখি। তিনি আরো বলেন, এবার আমরা দর্শকদের মতামত নিয়ে তাদের জন্য বিশেষ কিছু আয়োজন করা হবে।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালযয়ের মেধাবী শিক্ষার্থী প্রোগ্রাম কোর্ডিনেটর সাদিয়া আফরিন বলেন, সময়ের সাথে প্রযুক্তি ছড়িয়ে যাচ্ছে জীবনযাত্রার সর্বস্তরে। দ্রুত অগ্রসরমান প্রযুক্তির ব্যবহারে ইতিবাচক পরিবর্তন এসেছে মানুষের রুচির। সেই পরিবর্তন সামনে রেখে, বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের আপডেট নিউজ গুলোর অন্যতম নির্ভরযোগ্য অনলাইন পোর্টাল হিসেবে ক্যাম্পাস নিউজ খুব কম সময়ে জনপ্রিয়তা পেয়েছে। সংবাদের পাশাপাশি একটি উপভোগ্য বিষয় হল, প্রতি লাইভ এপিসোডে একজন প্রতিভাবান ক্যাম্পাসিয়ানের সাফল্যের গল্প আমরা জানতে পারি এবং তাদের ব্যর্থতা থেকে অনুপ্রেরণা পাই। ক্যাম্পাস নিউজের সাথে কাজ করে সবথেকে সুন্দর অনুভূতি হয় যখন আমাদের পরিশ্রম আপনাদের অনুপ্রাণিত করে।

ক্যাম্পাস নিউজের লাইভ অনুষ্ঠানের পরিচালক সাংবাদিক ও সংগঠক আসলাম হোসেন বলেন, করোনার মধ্যে সবাই যখন বাসা বন্দী ছিল তখন থেকে আমাদের এই আয়োজন শুরু করেছি, আমরা আসলে সাময়িক তাক লাগানোর জন্য লাইভ অনুষ্ঠান গুলো করি না, শিক্ষার্থী, সমাজ ও দায়বদ্ধতার জায়গা থেকে এগুলো করা, তিনি আরো বলেন, দর্শক হইতো লাইভ এপিসোড দেখে বিশ থেকে ত্রিশ মিনিট কিন্তু এর পিছনে করেছে বিরাট কর্মযজ্ঞ। সামনের দিনে আরো সুন্দর কিছু লাইভ অনুষ্ঠান উপহার দিতে পারবো।