চবি বোয়ালখালী স্টুডেন্টস এসোসিয়েশনের ইফতার ও বার্ষিক সাধারণ সভা

 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) পড়াশোনা করা বোয়ালখালীর সন্তানদের সংগঠন বোয়ালখালী স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল ও বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার চট্টগ্রাম নগরীর জি ই সি মোড়স্থ এক রেস্টুরেন্টে এটি অনুষ্ঠিত হয়েছে।

পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের এই মিলনমেলার শুরুতে বিগত বছরের সার্বিক কর্মকান্ড ও তৎপরতা নিয়ে সংক্ষিপ্ত রিপোর্ট উপস্থাপন করেন সংগঠনটির সদ্য সাবেক সভাপতি মো.মিজানুর রহমান খান। স্নিগ্ধ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানের প্রথম পর্বে বোয়ালখালীর ইতিহাস, ঐতিহ্য ও সমৃদ্ধি নিয়ে এবং পারস্পরিক সহযোগিতা ও সংঘবদ্ধতার উপর বিশদ আলোচনা করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রথিতযশা শিক্ষক, অধ্যাপক খসরুল আলম কুদ্দুসী, হেলাল উদ্দিন, দিদারুল আলম, মো.মহিউদ্দিন, তাসনীম আরা।

ইফতার সম্পন্ন করে অনুষ্ঠিত দ্বিতীয় পর্বে বোয়ালখালীর কৃতি সন্তানদের সাথে বর্তমান শিক্ষার্থীদের যৌথ মতবিনিময় সভায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী, বিশিষ্ট শিক্ষানুরাগী বোরহান উদ্দিন এমরান, এ এন এফ এল প্রপার্টিজের কর্ণধার আহসানুল করিম, চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের বেসরকারি কারা পরিদর্শক ইয়াসিন আরাফাত কচি, সুপ্রিমকোর্টের আইনজীবী, এডভোকেট আবু তৈয়ব কিরণ ও অত্র সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি আহমেদ রুবেল। বক্তারা তাদের বক্তব্যে অত্র সংগঠনের সার্বিক সফলতা ও ধারাবাহিক কর্মতৎপরতার প্রশংসা করে বোয়ালখালীর সমৃদ্ধির জন্য সবাইকে কাজ করার আহবান জানান।

পরবর্তীতে অনুষ্ঠিত সাধারণ সভায় অত্র সংগঠনের উপদেষ্টা, লোক প্রশাসন বিভাগের শিক্ষক ড.খসরুল আলম কুদ্দুসী গণতান্ত্রিকভাবে নির্বাচিত সভাপতি রিয়াজুল হক সিকদার ও সাধারণ সম্পাদক আদনান উদ্দিন হায়দারের নাম ঘোষণা করে অন্যান্য শিক্ষকরা সহ যৌথভাবে কার্যকরী কমিটি-২০২২-২৩ অনুমোদন করেন।

অনুষ্ঠানে উপস্থিত শিক্ষক, শিক্ষার্থী, সম্মানিত অতিথিবৃন্দ, সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক আবু নাহিয়ান।