ভূজপুর স্টুডেন্টস’ ফোরাম চবির ইফতার মাহফিল সম্পন্ন

চবি প্রতিনিধি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) পড়ুয়া শিক্ষার্থীদের সংগঠন ভূজপুর স্টুডেন্টস’ ফোরামের ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে।
ফোরামের সভাপতি ইয়াছিন আরাফাত তুষার এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মঞ্জুরুল লিমনের সঞ্চালনায় উক্ত প্রোগ্রামে উপস্থিত ছিলেন ফোরামের প্রধান উপদেষ্টা ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের চেয়ারম্যান ড. মঞ্জুরুল কিবরিয়া। বাংলাদেশ গার্মেন্টস শিল্প প্রতিষ্ঠান বিজিএমইএ এর সহ-সভাপতি রকিবুল আলম চৌধুরী পিটু।

ড. কিবরিয়া বলেন, ভূজপুর আমার এলাকা। এলাকার শিক্ষার্থীদের সাথে আমার দেখা হওয়া আমার জন্য সব সময় আনন্দের। আমরা ভবিষ্যতে একটু সুন্দর ভূজপুর গড়ার স্বপ্ন দেখি। আর আপনারা হলেন সে স্বপ্নসারথী।

রকিবুল আলম ভবিষ্যতে শিক্ষার্থীদের যে কোন কাজে সাথে থাকবেন বলে আশ্বাস দেন। একই সাথে ফোরামের সাফল্য কামনা করেন।

ইফতার মাহফিলে আরো উপস্থিত ছিলেন ইসলামি ব্যাংক, চট্টগ্রাম পাঁচলাইশ শাখার ব্যবস্থাপক ও এভিপি মোহাম্মদ ইব্রাহিম, বায়োকেমিস্ট্রি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মামুনুর রশিদ মাহিম, ফার্মেসি বিভাগের প্রভাষক রাশেদুল ইসলাম রাশেদ, স্যার আশুতোষ কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক কবির হোসেনসহ ফোরামের সাবেক ও বর্তমান শিক্ষার্থী।

উল্লেখ্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২০২১-২২ সেশনে ভর্তি হওয়া ভূজপুরের শিক্ষার্থীদের উক্ত প্রোগ্রামে ক্রেস্ট দিয়ে বরণ করে নেওয়া হয়।