চবিতে ছাত্রলীগের পথশিশুদের খাবার বিতরণ ও ইফতার মাহফিল

চবি প্রতিনিধি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) চট্টগ্রামের সাবেক সিটি মেয়র ও নগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন এর অনুসারী শাখা ছাত্রলীগের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে শাখা ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের সাবেক-বর্তমান হাজার খানেক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

মঙ্গলবার (১৯ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের মিলনায়তনে এ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপু। সঞ্চালনায় ছিলেন শাখা ছাত্রলীগের সাবেক উপ-বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রকিবুল হাসান দিনার ও ছাত্রলীগ নেতা প্রদীপ চক্রবর্তী দুর্জয়। একইদিন বিকালে পথশিশুদের মাঝে বিতরণ করা হয়৷।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর বেনু কুমার দে। বক্তব্যে উপ-উপাচার্য বলেন, ছাত্রলীগ যে একটি সুশৃঙ্খল সংগঠন তা আজকের এই বিশাল আয়োজনের মাধ্যমে প্রমাণিত। পবিত্র রমজানে যারা রোজা রেখে আজকের এই ইফতার মাহফিলে উপস্থিত হয়েছেন তাদের সকলের মনোবাসনা যেন বিধাতা পুরণ করেন। এছাড়া মাহফিলে উপস্থিত সকল শ্রেণি-পেশার মানুষের কল্যাণের জন্য স্রষ্টার কাছে প্রার্থনা করেন তিনি।

আরো বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর এস এম মনিরুল হাসান, সমাজবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর সিরাজ উদ দৌল্লাহ, শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. সেলিনা আখতার, সাধারণ সম্পাদক প্রফেসর সজীব কুমার ঘোষ, চবি যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতি মো. শহীদুল হক ও শাখা ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেল। এছাড়া শাখা ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এতে বক্তব্য রাখেন।

এছাড়া উপস্থিত ছিলেন হাটহাজারী সার্কেল এডিশনাল এসপি শাহাদাত হোসেন, হাটহাজারী থানার ওসি রফিকুল ইসলাম, শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি আবুল মনসুর জামশেদ, সাবেক সাধারণ সম্পাদক এম এ খালেদ চৌধুরী, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সম্পাদক সাইফুল আলম লিমন, শাখার সাবেক সহ-সভাপতি আবুল মনসুর, সাবেক সহ-সভাপতি আবদুল মালেক, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবু তোরাব পরশ সহ সাবেক নেতৃবৃন্দ।

সভাপতির বক্তব্যে ইকবাল হোসেন টিপু বলেন, বঙ্গবন্ধু আমাদের মাঝে নেই। কিন্তু তার আদর্শ আমাদের মাঝে এখনো আছে। তাই বঙ্গবন্ধুর আদর্শকে ধরে রাখার জন্য ছাত্রলীগকেই সবচেয়ে বড় ভুমিকাটা পালন করতে হবে। তিনি বলেন, ছাত্রলীগ একটি সুশৃঙ্খল সংগঠন। বাংলাদেশকে সমৃদ্ধির দিকে এগিয়ে নিতে ছাত্রলীগ ত্যাগী ভূমিকা রাখছে। সবাইকে ছাত্রলীগের পতাকা তোলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ছাত্রনেতা তোহা, মঈনুল, রোমেল, মুন্সি, শাওন, মুজিব, সাঈদ ও সম্রাট।