বিজয় দিবসে চবি সুহৃদ সমাবেশের শ্রদ্ধা নিবেদন
চবি প্রতিনিধি:
মহান বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে পুষ্পস্তবক অর্পণ করে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) সুহৃদ সমাবেশ। বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় চবির স্বাধীনতা স্মৃতি ম্যুরালে এ শ্রদ্ধা জানায় চবি সুহৃদ সমাবেশ।
এসময় উপস্থিত ছিলেন চবির জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ও চবি সুহৃদ সমাবেশের সভাপতি ড. লায়লা খালেদা আঁখি, একই বিভাগের প্রভাষক ও চবি সুহৃদ সমাবেশের সহ-সভাপতি জিবরান আলম ও সাংগঠনিক সম্পাদক ইমাম ইমু।
১৯৭১ সালের এই দিনে বিশ্বের বুকে বাংলাদেশের স্বাধীন অস্তিত্ব ঘোষণা করেছিলেন বীর বঙ্গসন্তান। ৫০ বছর আগে ২৫ মার্চ মধ্যরাতে বর্বর পাকিস্তানি হানাদার বাহিনী বাঙালিকে চিরতরে স্তব্ধ করে দিতে রাজধানী ঢাকা-সহ সারা দেশে অপারেশন সার্চ লাইট নামে নৃশংস সামরিক অভিযানে গণহত্যা সংগঠিত করে। মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের শ্রদ্ধা জ্ঞাপন করেন মুক্তিযুদ্ধ মঞ্চ৷
ড. লায়লা খালেদা আঁখি বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে মুক্তিযোদ্ধারা বাংলাদেশ স্বাধীন করেছেন। স্বাধীনতার আজ ৫০ বছর পূর্ণ হলো। বিজয়ের এই দিনে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি।
এসময় আরও উপস্থিত ছিলেন, আবদুর রহমান অপু, মো. সুজন, ইমন কায়সার, রেসালাত রহমান ও মো. রকি প্রমুখ।
ইই/ইই