চবি সায়েন্টিফিক সোসাইটির অফিসিয়াল ওয়েবসাইট উদ্বোধন
চবি প্রতিনিধি
দীর্ঘ প্রতিক্ষার পর অবশেষে উদ্বোধন হলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সায়েন্টিফিক সোসাইটির (সিইউএসএস) অফিসিয়াল ওয়েবসাইট। রবিবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যা সাতটায় সিইউএসএসের উপদেষ্টা এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. লায়লা খালেদা ওয়েবসাইটটি উদ্বোধন করেন। এতে প্রধান অতিথি ছিলেন জেনেটিক ইঞ্জিনিয়ার এন্ড বায়োটেকনোলজি বিভাগের প্রতিষ্ঠাতা সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ আল-ফোরকান। ‘মাতৃভাষায় বিজ্ঞান প্রসারে একটি পদক্ষেপ’ শীর্ষক এ অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন চবি সায়েন্টিফিক সোসাইটির সভাপতি দিবস দেব।
মাতৃভাষায় বিজ্ঞান চর্চা, বিষয়ের জটিলতা দূর করে নিরস তথ্যকে আকর্ষণীয় ও মনোগ্রাহী করে তুলতে এবং সমাজের সকল স্তরের বৈজ্ঞানিক মানসিকতার প্রসার করে পরোক্ষভাবে গবেষণার পথ সুগম করার উদ্দ্যেশ্যে চবি সায়েন্টিফিক সোসাইটি এ উদ্যােগ গ্রহণ করেন৷
প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. মোহাম্মদ আল ফোরকান বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সায়েন্টিফিক সোসাইটির নিজস্ব ওয়েবসাইট উদ্বোধন এই সংগঠনের জন্য একটি মাইলফলক। এর মাধ্যমে বিজ্ঞানকে মানুষের মাঝে ছড়িয়ে দিতে যে প্রয়াস, সেটি সারা বিশ্বের মানুষের কাছে পৌঁছে যাবে।
উদ্বোধকের বক্তব্যে ড. লায়লা খালেদা বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সায়েন্টিফিক সোসাইটি বিজ্ঞানকে মাতৃভাষায় সহজভাবে মানুষের কাছে পৌঁছে দিতে কাজ করে যাচ্ছে। ওয়েবসাইট উদ্বোধনের মাধ্যমে তা আরো একধাপ এগিয়ে গেল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সায়েন্টিফিক সোসাইটির ওয়েবসাইট ডেভেলপার ইলভান তাওহিদ এবং চবি সাংবাদিক সমিতির সভাপতি ইমরান হোসাইন। এছাড়া অনুষ্ঠানে চবি সায়েন্টিফিক সোসাইটির প্রতিষ্ঠাতা মো. মিফতাহ মুশফিক, মো আবদুর রহমান অপু ও সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
বিশেষ অতিথির বক্তব্যে চবি সাংবাদিক সমিতির সভাপতি ইমরান হোসাইন বলেন, চট্টগ্রাম বিশ্বিবদ্যালয় সায়েন্টিফিক সোসাইটি প্রতিষ্ঠার পর থেকে তাদের কাজের মাধ্যমে বিভিন্ন ক্ষেত্রে অভাবনীয় সাফল্য অর্জন করেছে। সংগঠনটি বিজ্ঞানের জানা অজানা বিষয়ে আরো কাজ করবে বলে তিনি আশা ব্যক্ত করেন। এছাড়া তিনি সংগঠনের সার্বিক সফলতা কামনা করেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মহিমা চৌধুরী ও মুনিরা আক্তার। ওয়েবসাইটের বিভিন্ন অংশ এবং ওয়েবসাইটে আর্টিকেল জমা দেয়ার পদ্ধতিগুলো বিস্তারিত তুলে ধরেন হুমায়রা ফেরদৌসী, সাদিয়া বিনতে চৌধুরী ও হুসনুম মামুরাত।
ওয়েবসাইটটির মাধ্যমে সকলেই বিজ্ঞানের বিষয়বস্তুসমূহ সুনির্দিষ্ট ক্যাটাগরিতে (বৈজ্ঞানিক প্রবন্ধ, কর্মপরিকল্পনা, চাকরির খবর, উচ্চশিক্ষা বিষয়ক তথ্য ও সংগঠনের অর্জন) বাংলার পাশাপাশি ইংরেজিতে পাঠের সুযোগ পাবে।
ইই/ইই