বিজয়ের দিনে ‘ক্যাম্পাস নিউজ’ এর যাত্রা শুরু

নিজস্ব প্রতিবেদক : মহান বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে দেশের অনলাইন গণমাধ্যমে যোগ হলো নতুন পালক। শুরু হলো শিক্ষা ভিত্তিক অনলাইন পোর্টাল ‘ক্যাম্পাস নিউজ’ এর স্বপ্নযাত্রা। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষের উদ্বেলিত সময়ে এ যাত্রা শুরু হলো।

বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) রাত সাড়ে দশটায় জুমের মিটিং এর মাধ্যমে পোর্টালের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রবিউল হাসান ভুঁইয়া

তরুণদের অধিকার ও দাবি নিয়ে কাজ করার প্রতিশ্রুতি নিয়ে যাত্রা শুরু করলো পোর্টালটি। তারুণ্যের জয়গান গেয়ে তরুণদের আওয়াজ প্রতিফলিত হবে এই পোর্টালে। জাতীয় ও আন্তর্জাতিক ক্যাম্পাসের সকল তথ্য বিশ্বস্ততার সাথে প্রকাশ করবে ক্যাম্পাস নিউজ। এছাড়াও শিক্ষার মানোন্নয়নে বাংলাদেশের সকল ক্যাম্পাসের শিক্ষা সংক্রান্ত সকল তথ্য সবার আগে পৌঁছে দিতে বদ্ধপরিকর ক্যাম্পাস নিউজ।

পাশাপাশি সম্পূর্ণ ভিন্ন আঙ্গিকে শিক্ষার্থীদের চাওয়া পাওয়া নিয়ে কাজ করবে ক্যাম্পাস নিউজ। তরুণদের জীবনমানের উন্নয়নে সকল প্রকার জীবনমুখী শিক্ষার প্রচার ও প্রসারে এগিয়ে থাকবে এই পোর্টাল। এছাড়া ক্যাম্পাস রাজনীতি, জাতীয় অর্থনীতি, শিক্ষা, বিনোদন সংক্রান্ত সংবাদ প্রকাশিত হবে।

প্রত্যেকটি ক্যাম্পাসের শিক্ষার্থীদের জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের অর্জন প্রস্ফুটিত করার মাধ্যমে শিক্ষার্থীদের অনুপ্রেরণা যোগাতে কাজ করে যাবে ক্যাম্পাস নিউজ।এছাড়াও শিক্ষার্থীদের মতামত ক্যাম্পাস নিউজে প্রকাশের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পৌঁছাবে তাদের চাওয়া পাওয়া।

ক্যাম্পাস নিউজের ভারপ্রাপ্ত সম্পাদক ডা. শাফকাত হায়দার চৌধুরী সভাপতিত্ব ও ক্যাম্পাস নিউজ পরিচালনা পর্ষদের অন্যতম সদস্য আসলাম অর্কের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন পরিচালনা পর্ষদের সদস্য সাদ্দাম হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর শুভেচ্ছা জানিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রবিউল হাসান ভুঁইয়া বলেন, প্রথমে তরুণদের এ উদ্যােগকে স্বাগত জানাই। এই ক্যাম্পাস নিউজ উদ্যামী তরুণদের হাত ধরে একদিন অনেক দূর এগিয়ে যাবে। সকলের পরামর্শে ক্যাম্পাস নিউজ সামনে এগিয়ে যাবে। এই পোর্টালে সবার দুঃখ দুর্দশার কথা উঠে আসবে। বেরিয়ে আসবে সুন্দর সমাধান। এর থেকে সমাজ ও তরুণরা উপকৃত হবে।

তিনি আরো বলেন, ক্যাম্পাস নিউজ শুভ একটি দিনে শুরু হচ্ছে। এটির জন্য সব সময় শুভ কামনা থাকবে।

বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শান্তা তাওহিদা বলেন, বীর শহীদদের জীবনের বিনিময়ে পাওয়া উপহার বাংলাদেশকে তরুণদের এগিয়ে নিতে হবে। এই তরুণদের খুঁজছে বাংলাদেশ। শুরু থেকে ক্যাম্পাস নিউজের সাথে আছি, শেষ পর্যন্ত থাকতে চাই ৷

ওয়াশিংটন ইউনিভার্সিটির রিসার্চ এসোসিয়েট ড. মাসুদ পারভেজ বলেন, ক্যাম্পাস নিউজ সমাজ ও দেশকে প্রতিনিধিত্ব করবে। অনেক জ্ঞানী-গুণী এর সাথে যুক্ত রয়েছে, আশা করি ভালো কিছু হবে। একঝাঁক তরুণের হাত ধরে ক্যাম্পাস নিউজ এগিয়ে যাবে।

বিজয়ের শুভেচ্ছা জানিয়ে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক হাসানুল বারী বলেন, সত্য তুলে ধরতে হবে। যার মাধ্যমে সমাজের দুর্নীতি, অনিয়ম, ও অসঙ্গতি উঠে আসবে। সত্য তুলে ধরলে বাধা আসবে, সেই বাধা পেরিয়ে এগিয়ে যেতে হবে। অনেকে সত্য তুলে ধরার কারণে কষ্ট ভোগ করতে হয়েছে। ক্যাম্পাস নিউজের জন্য শুভ কামনা।

ক্যাম্পাস নিউজের প্রতি শুভকামনা জানিয়ে মিস আর্থ বাংলাদেশ-২০ বিজয়ী মেঘনা আলম বলেন, বিজয়ের শক্তিই বলে দেয় তারুণ্যের শক্তি কতটুকু। তরুণদের দ্বারা অনেক কিছুই সম্ভব। অনেকদিন ধরেই ক্যাম্পাস নিউজের সাথে আছি, সামনের দিনগুলোতে সমর্থন থাকবে।

সভাপতির বক্তব্যে বীর শহীদদের শ্রদ্ধার সাথে স্বরণ করেন ভুটান প্রধানমন্ত্রীর সাবেক স্বাস্থ্য উপদেষ্টা ও ক্যাম্পাস নিউজের ভারপ্রাপ্ত সম্পাদক ডা. শাফকাত হায়দার চৌধুরী। তিনি বলেন, নতুন প্রজন্মের কাজই হলো নতুন কিছু করে দেখানো ৷ নতুন পথের পাথেয় হয়ে দাঁড়ানো।

তিনি বলেন, যখন ক্যাম্পাস নিউজের তরুণরা আমার সাথে যোগাযোগ করলো, তখন সত্যি ভালো লাগলো। এ পথে অনেক বাধা আসবে, সব বাধা পেরিয়ে আমরা এগিয়ে যাব।

ক্যাম্পাস নিউজ বাংলাদেশের মত এগিয়ে যাবে প্রত্যাশা ব্যক্ত করে তিনি আরো বলেন, নব উদ্যােমে কাজ করবে ক্যাম্পাস নিউজ। পরবর্তী প্রজন্ম আমাদের সাথে যুক্ত হবে। ক্যাম্পাস নিউজে সমাজের ভারসাম্যহীনতা উঠে আসবে।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সাবেক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির সভাপতি নূর আলম হিমেল। ইংরেজি দৈনিক ডেইলি সানের স্টাফ রিপোর্টার রাশেদুল হাসান সহ অনেকে।

এড়াড়াও উপস্থিত ছিলেন ক্যাম্পাস নিউজ পরিচালনা পর্ষদের সদস্য ইমাম ইমু, অনিক নুর, জয়া ইসলাম ও ফারিয়া জাহান রিচি ।