চবি যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অন্ত:বিভাগ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
চবি প্রতিনিধি
চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের উদ্যোগে ‘সিএজে প্রিমিয়ার লীগ ক্রিকেট টুর্নামেন্ট-২০২২’ এর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। গত রবিবার (২৭ মার্চ) বিশ্ববিদ্যালয়ের আলাওল হল মাঠে বিভাগের ২৩তম ব্যাচ (মাস্টার্স) এবং ২৪তম (স্নাতক ৪র্থ বর্ষ) ব্যাচ পরস্পরের মুখোমুখি হয়।
ফাইনাল খেলায় ২৩তম ব্যাচকে ৭০ রানে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে ২৪তম ব্যাচ। ফাইনালের সেরা খেলোয়াড় হয়েছেন ২৩তম ব্যাচের সাব্বির এবং টুর্নামেন্ট সেরা খেলোয়াড় হয়েছেন ২৩তম ব্যাচের লেমন চাকমা।
ম্যাচে টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় ২৩তম ব্যাচ। নির্ধারিত ১২ ওভারে ৪ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ১৫৮রান জমা করে ২৪তম ব্যাচ। সর্বোচ্চ ৪৪ রান করেন সাব্বির। জবাবে ১২ ওভারে মাত্র ৮৮ রান করে ২৩তম ব্যাচ। ম্যাচ সেরা সাব্বির বল হাতেও ৪ উইকেট নেন।
খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের হাতে পুরষ্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতি মোঃ শহীদুল হক । পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহযোগী অধ্যাপক শাহাবউদ্দীন নিপু, সহকারী অধ্যাপক জিয়াউর রহমান খান এবং বিভাগের বিভিন্ন ব্যাচের শতাধিক শিক্ষার্থীরা।
প্রসঙ্গত, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীদের আয়োজনে পাঁচ দলের ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয় গত ২ মার্চ৷ টুর্নামেন্টে বিভাগের স্নাতক পর্যায়ের চার বর্ষের চারটি দল এবং মাস্টার্স অংশ নেয়। গ্রুপ পর্বের খেলা শেষে সেমিফাইনালে বিজয়ী সেরা দুইটি দল ফাইনাল খেলার সুযোগ পায়।