চবি যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ইফতার ও দোয়া মাহফিল

চবি প্রতিনিধি

পবিত্র রমজান উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ।

বৃহস্পতিবার (৭ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ অডিটোরিয়ামে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

কোরআন তেলোয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এর পাশাপাশি হামদ ও নাত পরিবেশন করেন বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ মাসুদ এবং মোহাম্মদ নকিব।

এরপর শিক্ষকবৃন্দ তাদের বক্তব্য প্রদান করেন। তাদের আলোচনায় রোযার গুরুত্ব, তাৎপর্য এবং শিক্ষার পাশাপাশি রমজান মাসে সংযম, ত্যাগ ও আত্মশুদ্ধির কথা উল্লেখ করা হয়েছে।

সাবেক সভাপতি মো. আবুল কালাম হাদিসের এক বাণী ‘সে ব্যক্তি প্রকৃত মুমিন নয়, যে পেট ভরে খাবার গ্রহণ করে অথচ তার পাশেই তার প্রতিবেশী অভূক্ত থাকে’ উল্লেখ করে বলেন যে রমজান মাসের মতো করে বাকি এগারো মাসেও আমাদের অসহায় মানুষের পাশে থাকতে হবে। এরপর অতিথিবৃন্দকে ফুল দিয়ে বরণ শেষ মোনাজাত পরিচালনা করেন বিভাগের সভাপতি মো. শহীদুল হক। মোনাজাতে আল্লাহর রহমত কামনা করে সকলের জন্য বিশেষ দোয়া করা হয়।

এছাড়া বক্তারা বলেন, রমযান মাস আত্মশুদ্ধির মাস। রোযার মাধ্যমে আমরা আমাদের আত্মশুদ্ধির প্রচেষ্টা চালিয়ে যাব। এটি হবে আগামী এক বছরের পথ চলার পাথেয়। সংযমের এই অর্জন শুধু এই মাসের মধ্যে নয় বরং বছরের বাকি সময়টাতেও এর ধারাবাহিকতা বজায় থাকবে এই প্রত্যাশা করি।

ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৃবিজ্ঞান বিভাগের সভাপতি ড. খাদিজা মিতু। এছাড়া উপস্থিত ছিলেন যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ মোরশেদুল ইসলাম, শাহাব উদ্দিন নীপু, মো. আবুল কালাম আজাদ, মুহাম্মদ যাকারিয়া, সহকারী অধ্যাপক খ. আলী আর রাজী, মাধব চন্দ্র দাস, রেজাউল করিম এবং বিভাগের দেড় শতাধিক শিক্ষার্থী।

ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতি মো. শহীদুল হক এবং সঞ্চালনা করেন বিভাগের ছাত্র উপদেষ্টা ও সহকারী অধ্যাপক রাজীব নন্দী।

শফিজ্জামান শিহাব/ইই