এবার ক্রিকেটেও আর্জেন্টিনার বিশ্বরেকর্ড
বর্তমানে বিশ্বফুটবলে রাজত্ব করছে আর্জেন্টিনা। লিওনেল মেসির হাত ধরে সর্বশেষ কাতার বিশ্বকাপে তারা তৃতীয় বারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হয়। এর আগে কোপা আমেরিকা ও ফিনালিসিমা জিতে ট্রেবলজয়ী মেসিরা আন্তর্জাতিক ফুটবলে অনন্য নজির গড়ে। কিন্তু ২২ গজের ক্রিকেটে এখনও সেভাবে বলার মতো দল হয়ে ওঠেনি আর্জেন্টিনা। সেই দলটাই এবার টি-টোয়েন্টি ফরম্যাটে বিশ্বরেকর্ড গড়েছে। সংক্ষিপ্ত ফরম্যাটের ক্রিকেটে প্রথম বারের মতো ৪০০ রান করেছে মেসির দেশের নারী ক্রিকেটাররা।
বুয়েন্স আয়ার্সের মাঠ সব সময় ফুটবলের জন্য খবরের শিরোনামে এসেছে। সেখানকার মাঠেই শুক্রবার ল্যাটিন আমেরিকান দেশ চিলির বিপক্ষে ২০ ওভারে মাত্র ১ উইকেট হারিয়ে ৪২৭ রান করেছে আর্জেন্টিনা। স্বীকৃত টি-টোয়েন্টি ম্যাচে সর্বোচ্চ দলীয় রেকর্ড এটি।
আর্জেন্টিনার এমন নজির গড়া মানেই, প্রতিপক্ষ চিলি হতাশার রেকর্ড গড়াটাই স্বাভাবিক। হয়েছেও তাই, পুরো ম্যাচে তারা ৬৪টি নো বল করেছে ল্যাটিন দলটি। সব মিলিয়ে ৭৩ রান তারা অতিরিক্ত থেকে দিয়েছে। অতিরিক্ত রান ও নো-বল দেওয়ার দিক থেকে নারী-পুরুষ উভয় আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে যা বিশ্বরেকর্ড।
কেবল এক উইকেট হারানো আর্জেন্টিনার দুই ওপেনারই সেঞ্চুরি করেছেন। ৮৪ বলে ১৬৯ রান করেছেন লুসিয়া টেইলর। মেয়েদের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটিও সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস। এরপর তিনি জেসিকা মিরান্ডার বলে বোল্ড হয়ে ফেরেন। আরেক ওপেনার আলবার্তিনা গালান ৮৪ বলে ১৪৫ রানের ইনিংস খেলেছেন। আরেক ব্যাটার মারিয়া কাস্তিনেইরাস করেছেন ১৬ বলে ৪০ রান।