হামাসের সমর্থনে পোস্ট করায় অভিনেত্রী গ্রেপ্তার
হামাস ও ইসরায়েলের যুদ্ধে হামাস বাহিনীর সমর্থনে সোশ্যাল সাইটে লেখার অপরাধে আরব-ইসরায়েলি এক অভিনেত্রীকে গ্রেপ্তার করেছে ইসরায়েলি পুলিশ। গ্রেপ্তার হওয়া অভিনেত্রী হলেন মাইসা আব্দ এলহাদি।
তার বিরুদ্ধে অভিযোগ, সোশ্যাল সাইটে উসকানিমূলক পোস্ট করেছেন তিনি। হামাস বাহিনীর সমর্থনে একাধিক প্ররোচনামূলক পোস্ট করেছেন মাইসা।
পুলিশের অভিযোগ, এক হামাস যোদ্ধা ও এক বয়স্ক ইসরায়েলি বন্দির ছবি পোস্ট করেছেন মাইসা। সেই পোস্টের বিবরণীতে একটি হাস্যকর ইমোজিও রেখেছেন অভিনেত্রী। অন্য এক পোস্টে গাজাকে ঘিরে ইসরায়েলের সীমান্ত লঙ্ঘনের বিষয়ে মাইসা লিখেছেন, চলো, বার্লিনের আদলে এগিয়ে যাই।
বার্লিনের প্রাচীর ভাঙার প্রসঙ্গ তুলেই যে এই পোস্ট করেছেন মাইসা, তা নিয়ে কোনো সন্দেহ নেই ইসরায়েলি পুলিশ কর্মকর্তাদের।