প্রধানমন্ত্রীর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে সদরঘাট থানা ছাত্রলীগের আলোচনা সভা

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সদরঘাট থানা ছাত্রলীগের নব-নির্বাচিত আহ্বায়ক আদিত্য দাশ জয়ের সভাপতিত্বে ও যুগ্ন আহ্বায়ক পৃথ্বীরাজ ভট্টার্চাযের সন্চালনায় কর্মসূচি অনুষ্টিত হয়,
এতে সভাপতি তার বক্তব্যে বলেন শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন বাংলাদেশের গণতন্ত্রের ইতিহাসে একটি মাইলফলক। তাঁর ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের চেতনা, স্বাধীনতার মূল্যবোধ ও গণতন্ত্র প্রতিষ্ঠার পথ সুগম হয়।
এতে আরো বক্তব্য রাখেন যুগ্ন আহ্বায়ক ইফাত আলী ফারহান, মিজান উদ্দীন বাপ্পী, সৌরভ বড়ুয়া, ইরফান উদ্দীন, সালমান চৌধুরী, মো.সাঈদ হোসেন ইমন, মো.হাসান বিন ইব্রাহিম, কুশল দাশ, ইফতেহার আহমেদ মামুন, জিহান আহমেদ মুন্না, আতিকুর রহমান তুষার এবং সদস্য স্বপ্নীল চক্রবর্ত্তী, রবিউল হোসেন শুভ, হৃদয় দাশ, ধ্রুব নাথ, অমর্ত্য চৌধুরী পার্থ, মো.আবির হোসেন, মুসফিকুর রহমান, নাদিম হৃদয়, ইরফাত হাসান মুন্না, শাহনেওয়াজ আল সাহবা, হুমায়ুন আরশাদী নাবিদ, মো.আবির নেওয়াজ রোমী,রায়হান ইমন, এনায়েত খান,শাহারিয়ার খান অপুর্ব সহ ৩১নং ওর্য়াড ছাত্র সংগঠক নিলয় চৌধুরী শুভ, হৃদয় সেন প্রমুখ।