সীতাকুণ্ডে ক্ষতিগ্রস্তদের চবি ছাত্রলীগকর্মীদের সহায়তা প্রদান

 

চট্টগ্রামের সীতাকুণ্ড বিএম কনটেইনার ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ড ও বিস্ফোরণে অগ্নিদগ্ধদের আর্থিক সহায়তা নিয়ে এগিয়ে এসেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কর্মীরা।

শনিবার (৪ জুন) রাত ১০টার দিকে বিএম কনটেইনার ডিপোতে এ অগ্নিকাণ্ডের খবর পেয়েই রক্ত দান এবং প্রয়োজনীয় সাহায্য করতে ছুটে যায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কর্মীরা। এবার তারা অগ্নিদগ্ধদের আর্থিক সহায়তার ঘোষণা দেন।

সোমবার (৬ জুন) শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপুর সামগ্রিক দিকনির্দেশনায় বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সর্বকনিষ্ঠ দুই সেশন ১৯-২০,২০-২১ এর কর্মীরা নিজস্ব অর্থায়নে সীতাকুন্ডে অগ্নিদগ্ধদের সহায়তায় এগিয়ে আসেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারন সম্পাদকের সাথে কথা বলা হলে তিনি জানান,’এরকম মর্মান্তিক পরিস্থিতিতে আমাদের সবার উচিত নিজের অবস্থান থেকে সর্বোচ্চ এগিয়ে আসা।দেশের যেকোন ক্রান্তিকালেই ছাত্রলীগের ছেলেরা মাঠে ছিলো।আমাদের বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ছোটভাইরা শুরু থেকেই সীতাকুণ্ড ট্রাজেডিতে মাঠে ছিলো।তাদের আজকের কার্যক্রমে তাদের মানবিক হৃদয়ের পরিচয় আবারো উন্মোচিত হয়েছে,ছোটভাইদেরকে ধন্যবাদ।’

উল্ল্যেখ্য, সীতাকুন্ড ট্রাজেডির শুরু থেকেই মানবিক কাজে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কর্মীরা বেশ সরব ছিলেন। শনিবার রাত থেকে তারা সকল প্রয়োজনে নিজেদের যথাসাধ্য সহায়তার চেষ্টা করে।