সীতাকুণ্ডে অসহায়দের চবি প্রীতিলতা হলের শিক্ষার্থীদের সহায়তা

চবি প্রতিনিধি

সীতাকুণ্ডে বিএম ডিপোতে ভয়াবহ অগ্নি দূর্ঘটনায় আহত, অসহায়দের আর্থিক সহায়তা প্রদান করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রীতিলতা হলের শিক্ষার্থীরা৷ শিক্ষার্থীদের পাশাপাশি হলের প্রভোস্ট ও আবাসিক শিক্ষকরাও এতে অংশগ্রহণ করেন৷

বৃহস্পতিবার (১৬ জুন) স্বেচ্ছাসেবী সংগঠন বিদ্যানন্দ ফাউন্ডেশনের হাতে নগদ ৩১ হাজার ১৫ টাকা তুলে দেন শিক্ষার্থীরা। এসময় হলের প্রভোস্ট পারভীন সুলতানাও উপস্থিত ছিলেন।

প্রীতিলতা হলের শিক্ষার্থীরা জানান, যেহেতু হাসপাতালগুলোতে খাবার এবং ঔষধ সংকট নেই, তাই আহতদের পুনর্বাসনের উদ্দেশ্যে আমরা আমাদের পুরো টাকাটাই বিদ্যানন্দ ফাউন্ডেশনে দিয়ে দিয়েছি৷ এই টাকাটা দিয়ে পঙ্গুত্ব বরণ করা অসহায় লোকগুলোর কর্মসংস্থানের ব্যবস্থা করতে কাজে লাগানো হবে।

শিক্ষার্থী নসুরাত জাহান বলেন, টাকা দেওয়ার ব্যাপারে সবাই আন্তরিক ছিলো৷ অনেকেই কষ্ট করে রুমে রুমে গিয়ে টাকা তুলে দিয়েছেন৷ সবার প্রতি কৃতজ্ঞতা।