সাবেক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
চবি প্রতিনিধি
শিবির ক্যাডার সরওয়ারের অনুসারী জাতীয়তাবাদী ছাত্রদল চবি শাখার সহ-সভাপতি আইনুল কামাল কর্তৃক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের সাবেক ত্রান ও দূর্যোগ বিষয়ক সম্পাদক নাহিদ মইন এবং সাবেক যুগ্ম সম্পাদক আবু তোরাব পরশ এর নামে মিথ্যা মামলা প্রত্যাহার এবং ভুজপুর গণহত্যা মামলার চার্জশিট ভুক্ত আসামীর সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন করেছে চবি ছাত্রলীগ।
রবিবার (৩ জুলাই) বেলা ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়৷
এসময় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপু, সাবেক উপ বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক রকিবুল হাসান দিনার উপস্থিত ছিলেন। অন্যান্যদের মধ্যে রাজু মুন্সি, সাইদুল ইসলাম সাঈদ, শামসুজ্জামান সম্রাট, মাহমুদ শাওন, ফাহিম, রানা, শিমুল, মিজান, মোফাজ্জল, শাহরিয়ার উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা সাবেক ত্রান ও দূর্যোগ বিষয়ক সম্পাদক নাহিদ মইন এবং সাবেক যুগ্ম সম্পাদক আবু তোরাব পরশের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।