মেডিকেল ভর্তি পরীক্ষার ফল আগামীকাল দুপুরে
মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষার ফলাফল আগামীকাল মঙ্গলবার (৫ এপ্রিল) প্রকাশিত হবে। ফলাফল প্রায় চূড়ান্ত, তবে কোনো রকম অসঙ্গতি এড়াতে আগামীকাল দুপুর একটায় ফলাফল প্রকাশিত হবে।
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. এ কে এম আহসান হাবিব আজ সোমবার (৪ এপ্রিল) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘আজকে প্রকাশিত হবে না। মাননীয় মন্ত্রী আমাদেরকে আগামীকাল সময় দিয়েছেন। উনার উপস্থিতিতে আগামীকাল দুপুর একটায় ফলাফল প্রকাশিত হবে।’