মধ্য রাতে ট্রাকচাপায় প্রাণ গেল দুই তরুণের

নওগাঁয় ট্রাকচাপায় মতিউর রহমান ও নাহিদুল ইসলাম নামের দুই তরুণ নিহত হয়েছেন।

মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের বাবলাতলী মোড়ে এ দুর্ঘটনা ঘটে।নওগাঁ সদর থানার ওসি জানান, সদর উপজেলার বলিহার রাজবাড়ী থেকে মতিউর ও তার সহযোগী নাহিদুল মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন।
রাত সাড়ে ৮টার দিকে বাবলাতলী মোড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মতিউর নিহত হন। রাজশাহী মেডিক্যালে নেয়ার পথে রাত ৯টার দিকে নাহিদুল মারা যান।
পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়েছে। ট্রাক চালক ও তার সহযোগী পালিয়েছেন। ট্রাকটি জব্দ করা হয়েছে।

ওসি জানান, মতিউর নওগাঁ সরকারি কলেজের শিক্ষার্থী ছিলেন। নাহিদুলের পারিবারিক পরিচয় এখনও জানা যায়নি। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।