বায়োলজি ফ্যাকাল্টি কো-কারিকুলার সোসাইটি’র ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালন

চবি প্রতিনিধি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) বায়োলজি অনুষদ ভিত্তিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘বায়োলজি ফ্যাকাল্টি কো-কারিকুলার সোসাইটি’র দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। বুধবার (১৫জুন) চবির জীববিজ্ঞান অনুষদ মিলনায়তনে এই প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।

আয়োজনে শিক্ষার্থীদের জন্য প্রতিযোগিতামূলক তিনটি সেগমেন্ট ছিলো। এগুলো হলো, ব্রেইন ইট ওন, রিডল রান, ফটোগ্রাফি কনটেস্ট। প্রতিযোগিতা শেষে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় অতিথিরা দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। পরবর্তীতে প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে ক্রেস্ট এবং সনদপত্র তুলে দেন। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ তৌহিদ হোসাইন, জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান, প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ আতিয়ার রহমান, প্রাণিবিদ্যা বিভাগের সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ মনজুরুল কিবরিয়া, মাইক্রোবায়োলজি বিভাগের সভাপতি অধ্যাপক ড. শারমিন সুলতানা, প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হক, মাইক্রোবায়োলজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. এইচ এম আবদুল্লাহ আল মাসুদ। উদ্ভিদবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক ফারহানা রুমঝুম ভুঁইয়া, ফার্মেসী বিভাগের প্রভাষক গিয়াস উদ্দিন সাজিদ এবং একই বিভাগের প্রভাষক মোহাম্মদ রাশেদুল ইসলাম।