প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে চবি ছাত্রলীগের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ

চবি প্রতিনিধি

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ছাত্রদল সাধারণ সম্পাদকের অশালীন, কুরুচিপূর্ণ ও অবান্তর বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের একাংশ। এসময় তারা ছাত্রদল সাধারণ সম্পাদকের দ্রুত বিচার দাবি করেন।

বৃহস্পতিবার (২৬ মে) দুপুর আড়াইটায় বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্ত্বরে এই বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপুর নির্দেশে

চবির ছাত্রলীগ নেত্রী ও চাঁদপুর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শামীমা সিমা এর নেতৃত্বে বিক্ষোভ সমাবেশে ছাত্রী হলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সংক্ষিপ্ত সমাবেশে ছাত্রলীগ নেত্রী শামীমা সিমা বলেন, মায়ের সমান একজন নেত্রীকে তুমি করে বলা শিষ্টাচার বহির্ভূত। এতে খুব সহজেই বোঝা যায় ছাত্রদল সাধারণ সম্পাদকের পারিবারিক শিক্ষার অভাব রয়েছে। প্রশাসনের কাছে অনুরোধ জানাচ্ছি দ্রুতই জুয়েলের খুব বিরুদ্ধে ব্যবস্থা নিতে। ছাত্রলীগ সব ব্যাপারে আপোষ করলেও জননেত্রী শেখ হাসিনার ব্যাপারে আপোষ করবে না।

তিনি বলেন, এরকম যে বলবে তার বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো৷ আমরা একজন যথেষ্ট এরকম কুলাঙ্গারদের শায়েস্তা করতে৷ সাম্প্রতিক সময়ে একটা অরাজকতা কাজ করছে। যেখানে উন্নয়ন হচ্ছে সেটাকে প্রশ্নবিদ্ধ করছে একটি চক্র৷ এসব চক্রকে ভেঙে দিতে ছাত্রলীগ সর্বদা বদ্ধ পরিকর৷ এছাড়া এসব অছাত্র, বয়স্কদের দ্বারা আমরা ক্যাম্পাস অস্থিতিশীল পরিবেশ তৈরি হতে দেব না৷

এসময় উপস্থিত ছিলেন ছাত্রলীগ নেত্রী মাবিয়া, বর্ষা, নওরিন, সুমাইয়া, সাদিয়া, মুনিয়া, নুসরাত, সূচনা, তিথি, মুক্তা, হ্যাপি, প্রিয়া, তিশা, অর্থি, সায়মা প্রমুখ।