প্রকৌশল গুচ্ছে দ্বিতীয় দফায় ভর্তি শুরু আজ

তিন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (চুয়েট, কুয়েট ও রুয়েট) দ্বিতীয় দফায় আজ সোমবার ভর্তিপ্রক্রিয়া শুরু হবে। সম্প্রতি তিন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি কমিটি এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

 

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, প্রকৌশল গুচ্ছের স্নাতক প্রথম বর্ষ/লেভেল-১ ২০২০-২১ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থীদের প্রকাশিত মেধাতালিকা থেকে ৫ ও ৬ ডিসেম্বর প্রথম পর্যায়ে শিক্ষার্থী ভর্তি করানো হয়।

ভর্তি হওয়া শিক্ষার্থীদের প্রাপ্ত বিভাগ ও বিশ্ববিদ্যালয় এবং বিভাগওয়ারি শূন্য আসনসংখ্যা সমন্বিত ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে দেওয়া হয়েছে। প্রথম দফায় ভর্তির পর আসন খালি থাকায় দ্বিতীয় দফায় বিজ্ঞপ্তিতে উল্লিখিত মেধাক্রমধারী শিক্ষার্থীদের ২০ ডিসেম্বর সকাল সাড়ে নয়টা থেকে বেলা তিনটা পর্যন্ত ভর্তির জন্য নিরীক্ষা কমিটির কাছে উপস্থিত হতে বলা হলো।