পিকআপ চাপায় জবি ছাত্রীর মৃত্যু, চালক গ্রেফতার
নোয়াখালীর সোনাইমুড়ীতে বেপরোয়া গতির পিকআপ চাপায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সাংবাদিকতা বিভাগের ছাত্রী মিতুর মৃত্যুর ঘটনায় অভিযুক্ত পিকআপ চালককে গ্রেফতার করেছে পুলিশ।
গত শনিবার রাতে সোনাইমুড়ী উপজেলার কৈশল্যারবাগ এলাকা থেকে সোনাইমুড়ী থানার পুলিশ তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত মোঃ সাহাব উদ্দিন ওরফে শিপন (২৪) কুমিল্লা চৌদ্দগ্রাম এলাকার ১০নং বাতিসা ইউনিয়নের কালিকাপুর গ্রামের মোঃ বেলালের ছেলে।
জানা গেছে, নিহত সাব্বিনা আক্তার মিতু (২২) সোনাইমুড়ী উপজেলার বজরা ইউনিয়নের শিলমুদ গ্রামের ভুঁইয়া বাড়ির মর্তুজা ভুঁইয়ার বড় মেয়ে। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী। মিতু সোনাইমুড়ী উপজেলার রামপুর গ্রামের নানার বাড়িতে বেড়াতে যান। সেখান থেকে ঢাকা যাওয়ার জন্য ঢাকা-নোয়াখালী মহাসড়কের পাশে মোল্লা বাড়ির সামনে অপেক্ষা করছিলেন। এ সময় একটি পিকআপ তাকে চাপা দিলে ঘটনাস্থলে মিতুর মৃত্যু হয়।
সোনাইমুড়ী থানার পরিদর্শক (তদন্ত) মোঃ ইব্রাহীম খলিল বিষয়টি নিশ্চিত করেন বলেন, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ওসি মৃদুল কান্তি কুরী বলেন, মিতুর লাশ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। পিকআপটি জব্দ করা হয়েছে।