নির্যাতনের প্রমাণ পাওয়ায় ঢাবি শিক্ষার্থীকে হল থেকে বহিষ্কার
হলের আরেক শিক্ষার্থীকে নির্যাতনের প্রমাণ পাওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্যসেন হলের এক শিক্ষার্থীকে হল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।
সোমবার হল প্রভোস্ট অধ্যাপক মকবুল হোসেন ভূঁইয়ার সই করা এক বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা যায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, পূর্বপর ও বর্তমান একই ঘটনার ধারাবাহিকতায় হল প্রশাসন বিব্রত। এতে আবাসিক ছাত্রদের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। একজন ছাত্র কর্তৃক এ ধরনের ঘটনা ঘটানো ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিধি লঙ্ঘন, মর্যাদা ও আইনের পরিপন্থী।