ঢাবির ডাস্টবিনে মিলল নবজাতকের লাশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ শেখ রাসেল টাওয়ারের সামনে একটি ডাস্টবিন থেকে নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া কন্যাশিশুটির বয়স আনুমানিক এক দিন হবে বলে জানা গেছে।

মঙ্গলবার (১৮ জনুয়ারি) সকাল ১১টার দিকে মরদেহটি উদ্ধার করে শাহবাগ থানা পুলিশ। পরে মরদেহটি ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এ বিষয়ে শাহবাগ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কালের কণ্ঠকে বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল টাওয়ারের পাশের একটি ডাস্টবিন থেকে একটি নবজাতকের লাশ উদ্ধার করা হয়েছে। বাচ্চার বয়স দু-এক দিন হবে। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ব্যাপারে তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম গোলাম রব্বানী বলেন, ‘ঘটনাটি দুঃখজনক। এ ব্যাপারে খোঁজখবর নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।’