ডাকসু নেতা সাদের উদ্যোগে মুজিববর্ষ সাইকেল বিতরণ অনুষ্ঠিত
মুজিব শতবর্ষে নাভানা গ্রুপের সহযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের ১০০ বাইসাইকেল কর্মসূচি উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোঃ আখতারুজ্জামান। অনুষ্ঠানের তত্ত্বাবধানে ছিলেন মুজিববর্ষ সাইকেল বিতরণ কর্মসূচির স্বপ্নদ্রষ্টা ডাকসুর সাবেক স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ও বাংলাদেশ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাদ বিন কাদের চৌধুরী।
উক্ত প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জননেতা জনাব বিএম মোজাম্মেল হক।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাইসাইকেল কর্মসূচির বিচারক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. রেবেকা সুলতানা, নাভানার গ্রুপ সিইও জনাব ওয়াহেদ আজিজুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি জনাব আল নাহিয়ান খান জয় এবং বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক জনাব লেখক ভট্টাচার্য। এছাড়াও উপিস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি এবং সিনেট সদস্য সনজিত চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক ডাকসুর এজিএস সাদ্দাম হোসাইন।
অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. আখতারুজ্জামান বলেন, “প্রতিশ্রুতি দিয়ে রক্ষা করা একটু অন্যতম মূল্যবোধ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টার প্ল্যানে আমাদের অন্যতম দিক হচ্ছে কানেক্টিভিটি সেটি আরো বেগবান হবে এই সাইকেলের মাধ্যমে ও সুন্দর শৃঙ্খল ক্যাম্পাস নিশ্চিতের মাধ্যমে”।
সাদ বিন কাদের চৌধুরী বলেন, “আমরা ডাকসুর নেতৃত্বে আসার পরপরই চেয়েছিলাম শিক্ষার্থীদের জন্যে ব্যতিক্রম কিছু উদ্যোগ নিয়ে তাদের উপকার করবো। তারই ধারাবাহিকতায় আমাদের মুজিববর্ষ সাইকেল বিতরণ কর্মসূচি যেখানে প্রায় ১৪০০ সাইকেলের আবেদন ছিলো। সেখান থেকে ২৮০জন নির্বাচন করে ১০০জনকে লটারির মাধ্যমে সাইকেল প্রদান করা হচ্ছে”
প্রধান অতিথির বক্তব্যে আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য আবদুর রহমান বলেন, “বাংলাদেশ ছাত্রলীগ যুগে যুগে মানুষের সুখে দুঃখে পাশে ছিলো। আজও সে ধারা অব্যহত রেখেছে ছাত্রলীগ বিভিন্ন মানবিক উদ্যোগ গ্রহণের মাধ্যমে”
তিনি এই আয়োজনের জন্যে মুজিববর্ষ সাইকেল বিতরণ কর্মসূচির অন্যতম উদ্যোক্তা সাদ বিন কাদের চৌধুরী সাদি ও স্পন্সর নাভানা গ্রুপকে ধন্যবাদ জানান।