চবি সায়েন্টিফিক সোসাইটির নেতৃত্বে বায়েজিদ ও হুমায়রা
চবি প্রতিনিধি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) বিজ্ঞানভিত্তিক সংগঠন চিটাগং ইউনিভার্সিটি সায়েন্টিফিক সোসাইটির (সিইউএসএস) ২০২২ সালের কার্যকরী কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে জীনপ্রকৌশল ও জীবপ্রযুক্তি বিভাগের শিক্ষার্থী হোসাইন মোহাম্মদ বায়েজিদ এবং সাধারণ সম্পাদক হিসেবে প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী হুমায়রা ফেরদৌসী নির্বাচিত হয়েছেন।
৪৬ সদস্য বিশিষ্ট এ কার্যকরী কমিটির অনুমোদন দেন সংগঠনের সাবেক সভাপতি দিবস দেব এবং সাবেক সাধারণ সম্পাদক নওশিন বিনতে জামাল জুঁই।
সংগঠনটির উপদেষ্টামন্ডলী হলেন বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের প্রতিষ্ঠাতা অধ্যাপক ড. মোহাম্মদ আল ফোরকান এবং সহযোগী অধ্যাপক ড. লায়লা খালেদা।
নবগঠিত কমিটির অন্যান্যরা হলেন, সহ-সভাপতি হুসনুম মামুরাত এবং সহ সাধারণ সম্পাদক মুনিরা আক্তার এবং মিনহাজুর রহমান শিহাব। এছাড়া অর্থ সম্পাদক পদে সৈয়দ জাওয়াদ হোসেন, যোগাযোগ ব্যবস্থাপনা সম্পাদক পদে আবদুল্লাহ আল মামুন, প্রশাসনিক সম্পাদক পদে জুবাইদা হক বিনতে আলম, প্রকাশনা সম্পাদক পদে আনিকা নাওয়ার জাহান, প্রচার সম্পাদক পদে সাদিয়া বিনতে চৌধুরী, সাংগঠনিক সম্পাদক পদে তৈয়্যাবাতুন নুর তানজুম, গবেষণা ও উন্নয়ন সম্পাদক পদে জান্নাতুল ফেরদৌস, তথ্যপ্রযুক্তি সম্পাদক পদে মাইশা ইসলাম, মানবসম্পদ ব্যবস্থাপনা সম্পাদক পদে এশমা বিনতে ইউসুফ, দপ্তর সম্পাদক পদে মহিমা চৌধুরী, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে আঞ্জাসু পাল এবং প্রকল্প ব্যবস্থাপনা সম্পাদক পদে নাফিসা তাবাসসুম নির্বাচিত হয়েছেন।
সায়েন্টিফিক সোসাইটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একমাত্র বিজ্ঞানভিত্তিক সংগঠন। যার মূল উদ্দেশ্য হলো এমন একটি প্লাটফর্ম তৈরি করা, যার মাধ্যমে শিক্ষার্থীরা বিজ্ঞানের অগ্রগতির জন্য নতুন নতুন ধারণা প্রকাশ করার সুযোগ পাবে।
প্রতিষ্ঠার পর থেকেই সিইউএসএস বিভিন্ন গুরুত্বপূর্ণ ও সাম্প্রতিক বিষয়ে নিয়মিত কর্মশালা, আলোচনা সভা, প্রশিক্ষণ এবং প্রতিযোগিতার আয়োজন করেছে। এর মধ্যে সবচেয়ে বড় কার্যক্রম ছিল চট্টগ্রামে প্রথম সায়েন্স কার্নিভাল আয়োজন। যেখানে প্রায় ৩৭টি বিশ্ববিদ্যালয় থেকে নয় শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
এছাড়া বর্তমান করোনাকালীন পরিস্থিতিতে বিজ্ঞানবিষয়ক বিভিন্ন অনলাইন প্রতিযোগিতা, দক্ষতা উন্নয়নের জন্য বিভিন্ন বিষয়ে অনলাইন প্রশিক্ষণ, অনলাইন আলোচনা সভা ইত্যাদি কার্যক্রম পরিচালনা করে চলেছে।