চবি ভর্তি পরীক্ষার্থীদের সহায়তায় বরিশাল বিভাগীয় ছাত্র সমিতি

 

গতকাল মঙ্গলবার থেকে শুরু হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা। এদিন সকাল থেকে ভর্তি পরীক্ষার্থীদের সার্বিক দিক নির্দেশনা প্রদানসহ আগত শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে কলম,পানি, মাস্ক ও খাদ্যসামগ্রী বিতরণ করেছে বরিশাল বিভাগীয় ছাত্র সমিতি,চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।

সংগঠনটির সাধারন সম্পাদক মো. শাওন হোসেনের নেতৃত্বে এসময় আরো উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি লামিশা তাহসীন খান মাইশা,সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক আব্দুর রহিম সোহেল,সাংগঠনিক সম্পাদক তনিমা জাহান শ্রাবন্তী, অনিরুদ্ধ রুদ্রসহ আরো অনেকে।

এ বিষয়ে সংগঠনটির সভাপতি কমল গোমস্তা অনিকের কাছে জানতে চাওয়া হলে তিনি জানান যে,’অতীতেও ভর্তিচ্ছু শিক্ষার্থীদের পাশে বরিশাল বিভাগীয় ছাত্রসমিতি পাশে ছিলো।ভবিষ্যতেও আমরা এধরনের কার্যক্রম চালিয়ে যাবো।’

সাধারন সম্পাদক মো. শাওন হোসেনের কাছে এ বিষয়ে জানতে চাওয়া হলে তিনি ও তার সংগঠন তাদের এ কার্যক্রমে সহায়তার জন্য চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন,বরিশাল বিভাগীয় সমিতি,চট্টগ্রাম এবং জহিরউদ্দিন মিয়া স্মৃতি পাঠাগার (ঝালকাঠি) কে বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।