চবি ডিবেটিং সোসাইটির বিতর্ক কর্মশালা শুরু
চবি প্রতিনিধি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ডিবেটিং সোসাইটির (সিইউডিএস) উদ্যোগে ‘Marks’ নিবেদিত শুরু হয়েছে ১৭ তম বিতর্ক কর্মশালা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহস্রাধিক শিক্ষার্থীদের অংশগ্রহণে শুরু হলো এই আয়োজন।
সোমবার (১৩জুন) বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ মিলাতায়নে এই কর্মশালার উদ্বোধনী পর্ব অনুষ্ঠিত হয়।
আয়োজনের প্রথম দিন সিইউডিএস এর মডারেটর এ.বি.এম আবু নোমান এবং সোশ্যাল-সায়েন্স ফ্যাকাল্টির ডিন, সিরাজ উদ্ দৌলার উপস্থিতিতে কর্মশালার উদ্বোধনী ঘোষণা করা হয়।
১ম দিনের কর্মশালায় ‘Introduction To Bangla Debate’ বিষয়ক ক্লাস নেন ‘সিইউডিএস’ এর সভাপতি, মো: হাসিব খান।
অনুষ্ঠানের ২য় দিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহকারী অধ্যাপক মতিউল হক মাসুদ ‘Introduction to International Relation’ বিষয়ক ক্লাস নেন। ‘Debate on Science & Research’-বিষয়ক ক্লাসটি নেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং এবং বায়ো টেকনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. আদনান মান্নান। ’10 minute School’ এর Consultant- সাকিব বিন রশিদ ‘Public Speaking & Presentation Skills’ এর উপর ক্লাস নেন।
কর্মশালায় অতিথী হিসাবে ছিলেন দেশবরেণ্য শিক্ষাবিদ এবং খ্যাতনামা প্রশিক্ষকগণ। তন্মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক সুকান্ত ভট্টাচার্য, আইন বিভাগের অধ্যাপক এ.বি.এম. আবু নোমান, নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক নাসির উদ্দিন, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহকারী অধ্যাপক মোঃ মতিউল হক মাসুদ, দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক মাসুম আহমেদ এবং বাংলাদেশ টেলিভিশন, চট্টগ্রাম কেন্দ্রের জেনারেল ম্যানেজার মাহফুজা আক্তার সহ সাকিব বিন রশিদ, ওয়াসিফ আল আমিন এবং আরো অনেক বিভাগীয় অভিজ্ঞজন।
আয়োজনের দ্বিতীয় ভাগে অনুষ্ঠিত হবে নবীন শিক্ষার্থীদের অংশগ্রহণে সপ্তদশ সিইউডিএস নভিস বাংলা এবং ইংরেজি বিতর্ক প্রতিযোগিতা ২০২২, যেখানে শিক্ষার্থীরা তাদের প্রশিক্ষণলব্ধ অভিজ্ঞতা থেকে যুক্তিতর্ক চর্চা করবে। একইসাথে সপ্তদশ সিইউডিএস ইংরেজি পাবলিক স্পীকিং প্রতিযোগিতা ২০২২ অনুষ্ঠিত হবে।