চবি আবৃত্তি মঞ্চের একক আবৃত্তি প্রতিযোগিতা সম্পন্ন
চবি প্রতিনিধি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আবৃত্তি মঞ্চ কর্তৃক ‘পলাশ ছোঁয়া শব্দবাণের খোঁজে’ প্রতিপাদ্যে আয়োজিত একক আবৃত্তি প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব ও বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়েছে। একইদিন আবৃত্তি মঞ্চের ত্রয়োবিংশ সমাবর্তনের মূল্যয়ন পরীক্ষায় উত্তীর্ণদের সনদ প্রদান করা হয়।
বৃহস্পতিবার (২৪ মার্চ) বেলা ১২টা থেকে কেন্দ্রীয় গ্রন্থাগার মিলনায়তনে প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সনদ প্রদান অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্টাডিজ বিভাগের সভাপতি প্রফেসর ড. মো. সেকান্দর চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক মাছুম আহমেদ।
একক প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন চবি ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের আতুন্না জাহান, দ্বিতীয় স্থান অর্জন করেন চবি আরবি বিভাগের মোহাম্মদ ইব্রাহিম হায়দার, তৃতীয় স্থান অর্জন করেন চট্টগ্রাম সরকারি সিটি কলেজের বাংলা বিভাগের নাহিম আক্তার নূপুর।