চবিতে মুক্তিযুদ্ধে নারীর ভূমিকা শীর্ষক আলোচনা সভা
চবি প্রতিনিধি
বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে বাংলাদেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় নারীর ভূমিকা শীর্ষক আলোচনা সভার আয়োজন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) জননেত্রী শেখ হাসিনা হল ছাত্রলীগ।
সোমবার (২১ মার্চ) রাত ৮টায় হলের কমন রুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় হলের ছাত্রলীগ কর্মীরা এতে অংশ নেন৷
আলোচনা সভায় প্রধান বক্তা ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর এস এম মনিরুল হাসান। তিনি বলেন, নারীর অগ্রযাত্রায় দেশ এগিয়ে যাচ্ছে। শিক্ষা থেকে শুরু সব ক্ষেত্রে নারীরা এগিয়ে আছে। মুক্তিযুদ্ধে নারীদের অবদান অনস্বীকার্য। আমরা শুধু গুটি কয়েক নারীর নাম বলি, আসলে অনেক নারীই মুক্তিযুদ্ধে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতা করেছে।
বিশেষ অতিথির বক্তব্যে চবি প্রক্টর ড. রবিউল হাসান ভুঁইয়া বলেন, স্বাধীনতার কথা বললেই যার নাম মাথায় আসে, তিনি হলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আজকের বক্তব্যের শুরুতে বঙ্গবন্ধুকে স্মরণ করছি। এই বঙ্গবন্ধুকে যিনি সত্যিকার বঙ্গবন্ধু হতে সহযোগিতা করেছেন তিনি হলেন বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব। মুক্তিযুদ্ধে অনেক নারী নিরবে পুরুষদের সহযোগিতা করেছেন। তিনি বলেন, ছাত্রলীগ একটি সুশৃঙ্খল সংগঠন। ইদানীংকালে কিছু অনুপ্রবেশকারী ছাত্রলীগে ঢুকে বদনাম করছে।
বিশেষ অতিথির বক্তব্যে শাখা ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেল বলেন, আগে দেখতাম পরিবার থেকে শুরু সব জায়গায় ছেলেদের প্রধান্য দেওয়া হতো, আমিও সেরকম পরিবেশে বড় হয়েছি। কিন্তু এখন যুগ পরিবর্তন হয়েছে৷ এখন বাড়িতে মাছের বড় মাথাটা মেয়ের জন্য রেখে দেয় মা। এভাবে পরিবর্তন হয়েছে। এটা ভালো হয়েছে।
তিনি বলেন, নারীর হাত ধরে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। শেখ হাসিনা একজন নারী হয়ে সুন্দরভাবে দেশকে এগিয়ে নিচ্ছেন। সবক্ষেত্রেই নারীর জয় জয়কার। আপনারা ছাত্রলীগকে বুকে ধারণ করবেন৷ আমাদের সাথে কাজ করে যাবেন৷
সভাপতির বক্তব্যে এ কে এম রেজাউর রহমান বলেন, নারীরা এখন পুরুষের তুলনায় এগিয়ে আছে বলা যায়। এখন উল্টো পুরুষের এগিয়ে আসতে উদ্বুদ্ধ করা লাগতে পারে৷ এটা ভালো দিক। আয়োজকদের ধন্যবাদ সুন্দরভাবে এটি সম্পন্ন করার জন্য।
এছাড়া বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সহকারী প্রক্টর ড. শহীদুল ইসলাম ও আহসানুল কবির পলাশ, হলের আবাসিক শিক্ষক ফারহানা রুমঝুম। শাখা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি নাসির উদ্দিন সুমন।