চবিতে ফেনী জেলা এসোসিয়েশনের নতুন কমিটি, নেতৃত্বে আজাদ-জাহিদ
চবি প্রতিনিধি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ফেনী জেলার শিক্ষার্থীদের সংগঠন “চিটাগাং ইউনিভার্সিটি স্টুডেন্ট’স অ্যাসোসিয়েশন অব ফেনী(চুসাফ)’র” ২ সদস্যবিশিষ্ট নতুন কমিটির অনুমোদন দেয়া হয়েছে।
বুধবার (৯ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের চাকসু ভবনের ২য় তলায় সম্মানিত উপদেষ্টাদের উপস্থিতি এবং সম্মতিক্রমে সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে মো.শাফায়াত উল্যাহ আজাদ এবং জাহিদুল ইসলাম জাবেদকে মনোনীত করা হয় এবং দ্রুত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার নির্দেশ প্রদান করেন।
সভাপতি হিসেবে মো.শাফায়াত উল্যাহ লোকপ্রশাসন বিভাগের ২০১৬-১৭ সেশনের মাস্টার্সের এবং সাধারণ সম্পাদক হিসেবে জাহিদুল ইসালাম ২০১৭-১৮ সেশনের ইসলামিক স্টাডিজ বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী।
নবগঠিত কমিটির সভাপতি এবং সাধারণ সম্পাদক বলেন, পূর্বের অভিজ্ঞতা কাজে লাগিয়ে সবাইকে নিয়ে শিক্ষা, ঐক্য ও সহযোগিতায় প্রাণের সংগঠন “চুসাফ” এর সাংগঠনিক কাজ গতিশীল এবং এগিয়ে নিয়ে যাবে।