চবিতে নেত্রকোনা স্টুডেন্টস এসোসিয়েশনের নেতৃত্বে রিপা-শেখ সাদী

 

চবি প্রতিনিধি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) নেত্রকোণা স্টুডেন্টস এসোসিয়েশন ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের আংশিক কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (৯ আগস্ট) বিকালে চবির সেন্ট্রাল লাইব্রেরীর পাশে এক সাধারণ সভা অনুষ্টিত হয়, উক্ত সভায় সকলের সম্মতিতে আংশিক কমিটি গঠিত হয়।

নতুন কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয় শাহিবা জান্নাত রিপা ও সাধারণ সম্পাদক শেখ সাদী। এছাড়া সহ-সভাপতি অনিক রায়, আকাশ চৌধুরী, যুগ্ন-সাধারণ সম্পাদক, রায়হান শেখ, আবিদ হাসান জয়, সাংগঠনিক সম্পাদক মনোয়ার হোসেন মিজান, সুমা আক্তার তামান্না, ফারিয়া আহমেদ মিলি,দপ্তর সম্পাদক সিয়াম খাঁন।

সভাপতি হিসেবে মনোনীত হওয়ার পর শাহিবা জান্নাত রিপা বলেন, আমার উপর যে দায়িত্ব দেওয়া হয়েছে আমি সে দায়িত্ব পালনের জন্য সবার সহযোগিতা কামনা করছি, আমি চেষ্টা করব এসোসিয়েশনকে ভাল কিছু উপহার দেওয়ার। সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হওয়ার পর শেখ সাদী বলেন, দীর্ঘদিন ধরে এসোসিয়েশনে কাজ করে আসছি কিছু সমস্যা আছে সেগুলো সমাধান করে এসোসিয়েশন কে সামনের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করব।