চবিতে অঙ্গনের ৩১ ও ৩২তম বর্ষপূর্তি অনুষ্ঠান বৃহস্পতিবার

চবি প্রতিনিধি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠন অঙ্গনের ৩১ ও ৩২ বর্ষপূর্তি অনুষ্ঠান আগামী বৃহস্পতিবার (৩১ মার্চ) অনুষ্ঠিত হতে যাচ্ছে।

ওইদিন সকাল সাড়ে ১১টায় বর্ষপূর্তি র‍্যালির মধ্য দিয়ে শুরু হবে অনুষ্ঠান। দুপুর সাড়ে ১২টায় আলোচনা সভা, দুপুর ২টা থেকে শুরু হবে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা। পরিবেশনায় থাকবে সংগীত, আবৃত্তি, নৃত্য এবং নাটকঃ বৈশাখী।

প্রধান অতিথি হিসেবে থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার। এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে থাকবেন উপ- উপাচার্য অধ্যাপক বেণু কুমার দে। লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক হোসাইন কবির এবং অঙ্গনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ভাষ্কর রঞ্জন সাহা।অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক এবং অঙ্গন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সভাপতি ড. রাহমান নাসির উদ্দীন।

প্রসঙ্গত, সুস্থ সংস্কৃতি হোক মানবিক সমাজ গঠনের হাতিয়ার এই প্রত্যয়কে সামনে রেখে অঙ্গন,চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বিগত ৩২ বছর ধরে নানা সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনার মাধ্যমে সুস্থ ও শুদ্ধ সংস্কৃতির চর্চার ধারাকে অব্যাহত রেখে চলেছে।