আমার ভিসি ভাবনা: আরমান হোসেন রুমান

আরমান হোসেন রুমান

এই যে চারদিকে বলাবলি হচ্ছে আওয়ামীলীগ তাদের পছন্দমত ব্যক্তিদের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভাইস চ্যাঞ্চেলর (ভিসি) হিসেবে নিয়োগ দিচ্ছে। এ কথাটি একেবারেই অমূলক নয়। যারা ভিসি হচ্ছে কিংবা হওয়ার তদবির করছে। তাদেরকে কথায় কথায় বঙ্গবন্ধুর আদর্শ ও শেখ হাসিনার চেতনাকে বিক্রি করার স্বভাব পরিলক্ষিত করেছি।

কিন্তু যখন মৌলবাদীরা বঙ্গবন্ধুর বিরুদ্ধে হুঙ্কার দিচ্ছিলো কিংবা মুক্তিযুদ্ধের চেতনার উপরে আঘাত হেনেছিলো কিংবা আল-জাজিরা যখন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার চরিত্র হননে নেমেছিলো। তখন কিন্তু এদের কাউকে দুটি কথা বলতে কিংবা লিখতে দেখি নাই। তখন এসব ভিসিরা শিক্ষক সমিতি কিংবা কোন একটা সংগঠনের পক্ষ থেকে একটা দায়সারা প্রেস রিলিজ দেয়।
কেউ দেখাতে পারবেন এরা ব্যক্তিগতভাবে কোন বক্তব্য দিয়েছে? দেয় নাই।

কিন্তু এমন অনেক শিক্ষককে দেখেছি যারা কোন সমিতি-টমিতি করে না। নিজের সাবজেক্টে রয়েছে অসাধারণ পাণ্ডিত্য।যখনই বঙ্গবন্ধু কিংবা শেখ হাসিনার উপরে আঘাত এসেছে। তারা একা একাই রাস্তায় নেমেছে। কথা বলেছে।

আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় এ লোকগুলোই সত্যিকার অর্থে বঙ্গবন্ধুকে ভালোবাসে। শেখ হাসিনাকে ভালোবাসে। কাজ করতে যে পদ-পদবীর দরকার হয় নাই। উনারাই এর প্রকৃষ্ট উদাহরণ। কিন্তু কিছু প্রভাবনমূলক কাজ করতে অবশ্যই পদের দরকার আছে।

কিছুদিন আগে আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষক সমিতির নির্বাচন হয়েছে। আমি একজন স্যারকে মোটামুটি চিনতাম। যিনি মুক্তিযুদ্ধবিরোধী যেকোনো শক্তির আস্ফালনের বিরুদ্ধে সামনে থেকে কথা বলেছেন, লিখেছেন। দেখেছি তিনিও সভাপতি নির্বাচনে দাড়িয়েছেন। ফলাফলে দেখি তিনি হেরে গিয়েছেন। অথচ যিনি জয় হয়েছেন উনার নাম কিংবা লেখা কখনও শুনি নাই, দেখিও নাই (আমি উনাকে চিনি না, এটা আমার ব্যর্থতাও হয়ে থাকতে পারে)।

তিনিসহ অনেকেই এখন আওয়ামীলীগপন্থী শিক্ষক সমিতির প্রতিনিধিত্ব করবে। হয়তো কোন এক বিশ্ববিদ্যালয় কিংবা আমাদের বিশ্ববিদ্যালয়েই ভিসি হবেন। তো উনাকে দিয়ে একচুয়ালি আওয়ামীলীগ সরকারের কি লাভ হবে?

প্রশ্নটা হচ্ছে এখানেই! যে ব্যক্তি বঙ্গবন্ধুকে,মুক্তিযুদ্ধকে এবং শেখ হাসিনাকে সত্যিকার অর্থে ভালোবাসেন এবং চর্চা করে। কেন এ ধরনের ব্যক্তিগুলো দায়িত্বে আসতে পারছে না?

কেন এ ধরনের শ্রদ্ধেয় শিক্ষকরা ভিসি হতে পারছেন না! এ ব্যক্তিগুলো দায়িত্বে না আসলে বঙ্গবন্ধুর সোনার বাংলা কিংবা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়িত হবে কিভাবে?সরকারের কি উচিত না বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ এবং শেখ হাসিনার উপরে আস্থা রাখেন এরুপ অসাধারণ পাণ্ডিত্য সম্পূর্ণ লোকদের খোঁজে এনে দায়িত্বে বসানোর!!

লেখকঃ আরমান হোসেন রুমান
শিক্ষার্থী, ইলেকট্রিকাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়